• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৪, ২০২২, ০২:১৩ পিএম
সর্বশেষ আপডেট : মে ৪, ২০২২, ০২:১৩ পিএম

বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় দুর্ভোগ

বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় দুর্ভোগ
ফাইল ফটো

গ্যাস পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণের কারণে রাজধানীর আশেপাশে সাভার, আশুলিয়া, ধামরাই ও মানিকগঞ্জসহ উত্তরের জেলা পাবনা ও সিরাজগঞ্জে গ্যাস সরবরাহ বন্ধ আছে। এতে করে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষজন।

ঈদের ছুটির কারণে চাহিদা কম তাই এই সময়কে বেছে নেয়া হয়েছে বলে জানিয়েছে তিতাস গ্যাস ও পশ্চিমাঞ্চল গ্যাস কর্তৃপক্ষ।

 

পাইপ লাইন সংস্কারের জন্য তিতাসের গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ফলে বাসা-বাড়িতে গ্যাস না থাকায় বিপাকে পড়েছেন মানুষজন। ঈদের পরদিন ঘুম থেকে উঠে গ্যাস না পেয়ে অনেকেই রান্নার কাজ বন্ধ রেখেছেন। বিকল্প ব্যবস্থায় রান্না করছেন কেউ কেউ।

এর আগে ঈদের দিন রাত থেকে ৪৮ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকার বিজ্ঞপ্তি দিয়েছিল তিতাস কর্তৃপক্ষ।

মূল লাইনে সংস্কার কাজ চলার কারণে এসব এলাকার পাশাপাশি রাজধানীর গাবতলী, মাজার রোড, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর, মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকায় গ্যাসের চাপ কমে গেছে।

জাগরণ/জ্বালানি/এসএসকে