• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ৯, ২০২২, ১২:০৫ এএম
সর্বশেষ আপডেট : মে ৯, ২০২২, ১২:০৫ এএম

শক্তি সঞ্চয় করছে ‘অশনি’

শক্তি সঞ্চয় করছে ‘অশনি’
প্রতীকী ছবি

ঘূর্ণিঝড় অশনি শক্তি সঞ্চয় করে এগুচ্ছে বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিমে ভারতের বিশাখাপত্তমের দিকে। এর কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। তবে ঝড়টির বাংলাদেশে আঘাত হানার শঙ্কা আছে কিনা তা জানা যাবে সোমবার। বন্দরে বহাল রয়েছে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত।

দক্ষিণ আন্দামান সাগরে শুক্রবার (৬ মে) সৃষ্টি হওয়া লঘুচাপ ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নেয় শনিবার। পরে পরিণত হয় গভীর নিম্নচাপে। এরপর দ্রুত শক্তি সঞ্চয় করে রোববার ভোরে পরিণত হয় ঘূর্ণিঝড়ে।

বঙ্গোপসাগরে থাকা ঘূর্ণিঝড় অশনি অগ্রসর হচ্ছে উত্তর-পশ্চিম দিকে।তবে যেকোনও সময় এর গতিপথ বদলে যেতে পারে। এর ব্যাস ৫৪ কিলোমিটার। বাতাসের গতি ৬২ থেকে ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।

আবহাওয়া অধিদফতরের উপপরিচালক সানাউল হক মণ্ডল জানান, অশনির প্রভাবে দেশের অন্তত ছয়টি জেলায় ওপর দিয়ে বইছে দাবদাহ। ৯ মে (সোমবার)- এর পরিসর আরও বাড়তে পারে।পাশাপাশি বেশ কিছু জায়গায় বৃষ্টিও হয়েছে।

দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান জানিয়েছেন, এখনও এ ঘূর্ণিঝড়ের বাংলাদেশে আঘাত হানার শঙ্কা কম। তারপরও পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে সরকারের। ঝড়ের কারণে বঙ্গোপসাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।

জাগরণ/পরিবেশ/এসএসকে