• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১২, ২০২২, ০৯:০২ পিএম
সর্বশেষ আপডেট : মে ১২, ২০২২, ০৯:০২ পিএম

নারী উদ্যোক্তাদের উন্নয়নে সফট স্কিল ট্রেনিং দিচ্ছে "উই"

নারী উদ্যোক্তাদের উন্নয়নে সফট স্কিল ট্রেনিং দিচ্ছে

নারী উদ্যোক্তাদের সংগঠন "উইমেন এন্ড ই-কমার্স ট্রাস্ট(উই)" এর আয়োজনে চলছে সফট স্কীল উন্নয়নে বছরব্যাপী প্রশিক্ষণ। আগামী ১২ মে ২০২২ "ইন্ডিয়ান কালচারাল সেন্টার", গুলশান, ঢাকাতে এবারের প্রশিক্ষণ ক্লাসটি অনুষ্ঠিত হবে। এবারের প্রশিক্ষণ এর বিষয়বস্তু হলো "অল অ্যাবাউট টাইম এন্ড স্ট্রেস ম্যানেজমেন্ট"।

ভারতের ৭৫ বছর পূর্তি উপলক্ষে ভারতীয় দূতাবাস উইকে এই চমৎকার ট্রেনিং সেশনটি উপহার হিসেবে দিয়েছেন। যার মাধ্যমে উই এর উদ্যোক্তারা তাদের সফট স্কিল এবং সেই সাথে তাদের উদ্যোগকে সবার সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে কাজ করতে পারেন।

প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগের সাথে কথা বলে জানা যায়, উই -এর যারা সাবস্ক্রাইবার এবং নিয়মিত উদ্যোক্তা সবার জন্যই এই প্রশিক্ষণ কর্মশালা উন্মুক্ত। আয়োজনটির সার্বিক সহযোগীতায় কাজ করছেন বাংলাদেশে ভারতীয় হাইকমিশন, বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশন এবং সিল্কক গ্লোবাল এর সিইও, উই এর বৈশ্বিক উপদেষ্টা সৌম্য বসু।

উই -এর প্রতিষ্ঠাতা ও সভাপতি নাসিমা আক্তার নিশা বলেন, আমরা সব সময় চাই উই -এর হাত ধরে নারীরা এগিয়ে যাক, তারা অবদান রাখুক দেশের অর্থনৈতিক উন্নয়নে। আর তাদেরকে এগিয়ে যাওয়ার পথ তৈরি করে দিচ্ছি আমরা; যাতে করে নারীদেরকে আর ঘর বন্দি হয়ে থাকতে না হয়। উই -এর হাত ধরে তারা উঠে আসতে পারে দেশের যেকোনো প্রান্ত থেকে। আমরা আমাদের উদ্যোক্তাদের ব্যবসায়ের নানা রকম সমস্যা/সম্ভাবনার কথা জানাতে চাই। তাই সরকার, ভারতীয় হাইকমিশন এবং সিল্কক গ্লোবাল এর পূর্ণ সহযোগীতায় এবার বছরব্যাপী আটটি ক্লাসের আয়োজন করছি, যেটার শেষে আমাদের উদ্যোক্তারা সার্টিফিকেটও পাবে।

সফট স্কিল -এর এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন করতে হবে  www.weforumbd.org -এই সাইটে। 

 

 

এসকেএইচ//