• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুন ৬, ২০২২, ১২:১৬ এএম
সর্বশেষ আপডেট : জুন ৬, ২০২২, ১২:১৬ এএম

নিহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেল

নিহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেল
সংগৃহীত ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর আগুনে এখন পর্যন্ত ৪৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ৪৯ জনের ভেতর রয়েছে ৯ জন ফায়ার সার্ভিস কর্মী। আগুন নেভাতে গিয়ে নিখোঁজ রয়েছে আরও তিন দমকল যোদ্ধা।

অগ্নিকাণ্ডের স্থান থেকে বেরিয়ে আসছে মানুষের পোড়া দেহ। দগ্ধ ও আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন দুই শতাধিক মানুষ।  

ডেডবডি পাওয়া গেছে ৯ জনের। এর মধ্যে পরিচয় শণাক্ত করা গেছে ৮ জনের। বাকি নিখোঁজ ৪ জনের মধ্যে উদ্ধারকৃত ডেডবডি কার তা শণাক্ত করার চেষ্টা চলছে। সীতাকুণ্ড অগ্নিদুর্ঘটনায় ফায়ার সার্ভিসের নিহত ও নিখোঁজ কর্মীদের নামের তালিকা—

১। রানা মিয়া, ফায়ারফাইটার, কুমিরা ফায়ার স্টেশন, নিজ জেলা-মানিকগঞ্জ (নিহত)।

২। মনিরুজ্জামান, নার্সিং অ্যাটেনডেন্ট, কুমিরা ফায়ার স্টেশন, নিজ জেলা-কুমিল্লা (নিহত)।

৩। আলাউদ্দিন, ফায়ারফাইটার, কুমিরা ফায়ার স্টেশন, নিজ জেলা-নোয়াখালী (নিহত)।

৪। শাকিল তরফদার, কুমিরা ফায়ার স্টেশন (নিহত)। 

৫। মিঠু দেওয়ান, লিডার, কুমিরা ফায়ার স্টেশন, নিজ জেলা-রাঙ্গামাটি (নিহত)।

৬।  ইমরান হোসেন মজুমদার, লিডার, কুমিরা ফায়ার স্টেশন, নিজ জেলা-চাঁদপুর  (নিখোঁজ)। 

৭। শফিউল ইসলাম, ফায়ারফাইটার, কুমিরা ফায়ার স্টেশন, নিজ জেলা-সিরাজগঞ্জ (নিখোঁজ)।

৮। নিপন চাকমা, লিডার, সীতাকুণ্ড ফায়ার স্টেশন, নিজ জেলা-রাঙ্গামাটি (নিহত)।

৯। রমজানুল ইসলাম, ফায়ারফাইটার, সীতাকুণ্ড ফায়ার স্টেশন, নিজ জেলা-শেরপুর (নিহত)।

১০। সালাউদ্দিন কাদের চৌধুরী, ফায়ারফাইটার, সীতাকুণ্ড ফায়ার স্টেশন, নিজ জেলা-ফেনী (নিহত)।

১১। রবিউল ইসলাম, ফায়ারফাইটার, সীতাকুণ্ড ফায়ার স্টেশন, নিজ জেলা-নওগাঁ (নিখোঁজ)।

১২। ফরিদুজ্জামান, ফায়ারফাইটার, সীতাকুণ্ড ফায়ার স্টেশন, নিজ জেলা-রংপুর (নিখোঁজ)।

জাগরণ/দুর্ঘটনা/এসএসকে