
ডলারের বিপরীতে টাকার মান আরও কমাল বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (৭ জুন) প্রতি ডলারে ৫ পয়সা কমিয়ে আন্তব্যাংক বিনিময় হার প্রতি ডলার বেড়ে দাঁড়ালো ৯২ টাকা। আগে যা ছিল ৯১ টাকা ৯৫ পয়সা।
চলতি বছর মুদ্রা বাজারের অস্থিরতা সামাল দিতেই ডলারের বিপরীতে টাকার মান দফায় দফায় কমাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।
সব মিলিয়ে চলতি অর্থবছর প্রতি ডলারের দর বেড়েছে ৭ টাকা ২০ পয়সা বা ৮ দশমিক ৪৯ শতাংশ।
আন্তব্যাংক বিনিময়ের ক্ষেত্রে যে দর বেঁধে দেয়া হয়েছে, খোলাবাজারে দাম তার চেয়ে বেশি। যা কোনো কোনো ক্ষেত্রে সাধারণ মানুষকে খোলাবাজার থেকে মুদ্রাটি কিনতে হচ্ছে ১০০ টাকা বা তার চেয়ে বেশিতে।
এর আগে সোমবার দুপুরে টাকার মান ১ টাকা ৬০ পয়সা কমিয়ে ডলারের দর ৯১ টাকা ৫০ পয়সা নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। পরে বাজারে ডলারের ব্যাপক চাহিদা থাকায় আরও ৪৫ পয়সা কমিয়ে ৯১ টাকা ৯৫ পয়সা দরে ডলার বিক্রি করে কেন্দ্রীয় ব্যাংক।