• ঢাকা
  • মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১
প্রকাশিত: জুন ১৬, ২০২২, ১২:৫০ এএম
সর্বশেষ আপডেট : জুন ১৬, ২০২২, ১২:৫০ এএম

ফল ঘোষণার শেষ পর্যায়ে যা ঘটেছিল

ফল ঘোষণার শেষ পর্যায়ে যা ঘটেছিল
সংগৃহীত ছবি

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) নির্বাচনে মেয়র পদে ফল ঘোষণার শেষ পর্যায়ে এসে জেলা শিল্পকলা একাডেমিতে স্থাপিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বুধবার (১৫ জুন) ফল ঘোষণার সময় ছড়িয়ে পড়ে উত্তেজনা। তৈরি হয় বিশৃঙ্খল ও গোলযোগপূর্ণ পরিবেশ। 

সিটি করপোরেশনের ১০৫টি কেন্দ্রের মধ্যে যখন ৯০টির কাছাকাছি ফল ঘোষণা হয়েছে, এমন সময়ে মনিরুল হকের সমর্থকরা ভোটের ফল ঘোষণার স্থান কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আসতে শুরু করেন। তারা মনিরুল হকের নামে স্লোগান দেন।

এক পর্যায়ে রিটার্নিং কর্মকর্তা মেয়র পদের ফল ঘোষণা বন্ধ করে কাউন্সিলর পদের ফল ঘোষণার কথা জানালে ক্ষুব্ধ হয়ে ওঠেন সাক্কুর সমর্থকরা। পরে কিছুক্ষণ পর একদল কর্মী নিয়ে সাক্কু সেখানে আসেন এবং ফল ঘোষণা মঞ্চের সামনে বসে পড়েন। 

এরপর রাত ৯টার দিকে আওয়ামী লীগের একদল কর্মী মিছিল নিয়ে সেখানে প্রবেশ করেন। তারা ফল ঘোষণা কেন্দ্রের ভেতরে ঢুকে পড়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এরপরও তারা নৌকার পক্ষে স্লোগান দিতে দিতে ফল ঘোষণা মঞ্চের সামনে চলে আসে। 

এতে সেখানে তুমুল উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ ধাক্কাধাক্কি করে তাদের সরিয়ে দেয়। এক পর্যায়ে রিফাত ও সাক্কুর সমর্থকরা প্রায় মুখোমুখি অবস্থানে চলে গেলে এরপর কিছুক্ষণ ফল ঘোষণা বন্ধ থাকে। এর কিছুক্ষণ পরই তুমুল হট্টগোলের মধ্যেই ফল ঘোষণা করা হয়। 

জাগরণ/কুসিকনির্বাচন২০২২/এসএসকে