• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১৭, ২০২২, ১২:২৫ এএম
সর্বশেষ আপডেট : জুন ১৭, ২০২২, ০৬:২৫ এএম

পদ্মা সেতু উদ্বোধন ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা

পদ্মা সেতু উদ্বোধন ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা
সাম্প্রতিক ছবি

পদ্মা সেতুর উদ্বোধন উৎসব আয়োজনের তোড়জোর চলছে নদীর দুই পাড়েই। মঞ্চ তৈরি, জনসভাস্থল প্রস্তুত করাসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কাজ চলছে।

সমাবেশস্থল সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। হেলিকপ্টারের পাশাপাশি নদীতেও টহল জোরদার করা হয়েছে।

পদ্মা সেতু নিয়ে যে কোনও গুজব ঠেকাতে সামাজিক যোগাযোগমাধ্যমে কঠোর নজরদারি করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিরাপত্তাসংক্রান্ত জাতীয় কমিটির বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন: সেতু ঘিরে যাতে কোনও নাশকতা না হয়, কোনও স্বার্থান্বেষী মহল নাশকতা ঘটাতে না পারে, সে ব্যাপারে সরকার সতর্ক আছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলো কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে।

২৫ জুন সকালে পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বেলা ১১টায় মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি এলাকায় জনসভায় ভাষণ দেবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগের ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ঢাকা ও এর আশপাশের জেলা থেকে বেশি মানুষের জমায়েত হবে। এর বাইরে বরিশাল বিভাগ থেকেও মানুষ আসবে। জনসভার আগে সংশ্লিষ্ট জেলা আওয়ামী লীগের নেতাদের নিয়েও বৈঠক হবে।

জাগরণ/যোগাযোগ/পদ্মাসেতু/এসএসকে/এমএ