• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: জুন ১৮, ২০২২, ০২:০৮ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১৮, ২০২২, ০২:০৮ পিএম

এবার বিদ্যুৎ বিচ্ছিন্ন সিলেটে 

এবার বিদ্যুৎ বিচ্ছিন্ন সিলেটে 

টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত সিলেটের কুমারগাঁও উপকেন্দ্রে বন্যার পানি উঠে যাওয়ায় পুরো সিলেট ও সুনামগঞ্জ জেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে।

শনিবার (১৮ জুন ) দুপুর সোয়া ১২টার দিকে সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রৌকশলী (১) ফজলুল করীম।

তিনি বলেন, বন্যার পানি উঠে যাওয়ার কারণে উপকেন্দ্রটি আপাতত বন্ধ করা হয়েছে। পানি নেমে গেলে উপকেন্দ্রটি আবার চালু করা হবে। তবে আমরা পানি সেচে দ্রততম সময়ের মধ্যে এটি আবার চালু করার চেষ্টা করছি।

 

এসকেএইচ//