• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২৫, ২০২২, ০১:২১ এএম
সর্বশেষ আপডেট : জুন ২৫, ২০২২, ০১:২১ এএম

পদ্মা সেতুতে দাঁড়িয়ে ছবি তোলা, হাঁটা নিষেধ

পদ্মা সেতুতে দাঁড়িয়ে ছবি তোলা, হাঁটা নিষেধ
প্রতীকী ছবি

পদ্মা সেতুর ওপর যানবাহন থেকে নেমে ছবি তোলা যাবে না বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। এ ছাড়া বেশ কিছু নির্দেশনা দিয়ে আজ শুক্রবার এক গণবিজ্ঞপ্তি জারি করেছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পদ্মা সেতুর ওপর অনুমোদিত গতিসীমা প্রতি ঘণ্টায় ৬০ কিলোমিটার। পদ্মা সেতুর ওপর যেকোনো ধরনের যানবাহন দাঁড়ানো ও যানবাহন থেকে নেমে সেতুর ওপরে দাঁড়িয়ে ছবি তোলা, হাঁটা সম্পূর্ণ নিষেধ; তিন চাকাবিশিষ্ট যানবাহন (রিকশা, ভ্যান, সিএনজি, অটোরিকশা ইত্যাদি), পায়ে হেঁটে, সাইকেল বা নন-মোটরাইজড গাড়ি দিয়ে সেতু পারাপার হওয়া যাবে না।

গাড়ির বডির চেয়ে বেশি চওড়া এবং ৫.৭ মিটার উচ্চতার চেয়ে বেশি উচ্চতার মালামালসহ যানবাহন সেতুর ওপর দিয়ে পারাপার করা যাবে না এবং সেতুর ওপরে কোনো ধরনের ময়লা ফেলা যাবে না।

জাগরণ/যোগাযোগ/পদ্মাসেতু/এমএ