• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৫, ২০২২, ১২:৩৮ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ৫, ২০২২, ১২:৩৮ এএম

‘গ্যাস স্বল্পতায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত’

‘গ্যাস স্বল্পতায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত’
প্রতীকী ছবি

গ্যাসের স্বল্পতায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে জানিয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, এ কারণে অনেক জায়গাতেই বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে বিদ্যুৎ উৎপাদন পুনরায় স্বাভাবিক হবে।

প্রতিমন্ত্রীর ফেসবুক স্ট্যাটাস 

সার্বিক পরিস্থিতিতে দুঃখ প্রকাশ করে প্রতিমন্ত্রী ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে দেয়া এক পোস্টে বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানির উচ্চমূল্য ও সরবরাহ অন্যান্য সব দেশের মতো আমাদেরকেও সমস্যায় ফেলেছে।’

এতে নাগরিকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখও প্রকাশ করেন তিনি।

জাগরণ/বিদ্যুৎওজ্বালানি/এমএ