• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুলাই ৭, ২০২২, ১২:৫৯ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ৭, ২০২২, ১২:৫৯ এএম

নৌপথেও মোটরসাইকেল পরিবহন বন্ধ

নৌপথেও মোটরসাইকেল পরিবহন বন্ধ
ফাইল ফটো

পদ্মা সেতু আর মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধের পর আসন্ন কোরবানির ঈদের সময় নৌপথেও মোটরসাইকেল পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

বুধবার (৬ জুলাই) এই তথ্য জানান নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান। 

নৌপথে অর্থাৎ লঞ্চ অথবা ফেরিতে মোটরসাইকেল পরিবহন বন্ধের আদেশ দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা বিআইডব্লিউটিএ। 

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান জানান, এরই মধ্যে সিদ্ধান্ত কার্যকর হয়েছে। আগামী ১১ দিন এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। অর্থাৎ ঈদের পর আরও পাঁচ দিন লঞ্চে বা ফেরিতে করে বাইক পরিবহন করা যাবে না। 

এর আগে সড়ক পরিবহন ও সেতু বিভাগ ঈদের আগে ও পরে মোট ৭ দিন আন্তঃজেলা অর্থাৎ এক জেলা থেকে অন্য জেলায় মোটরসাইকেল চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়। এই ঘোষণার ফলে ৭ জুলাই থেকে ১৩ জলাই পর্যন্ত মহাসড়কে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। 

এর আগে, গত ২৫ জুন উদ্বোধনের পরদিনই সেতু দিয়ে মোটরসাইকেল পারাপার নিষিদ্ধ করে কর্তৃপক্ষ। সেতু দিয়ে ঈদের আগে আর বাইক চলাচলের সুযোগ দেওয়া হবে না বলেও জানানো হয় সেসময়।

এরপর নতুন এই দুই আদেশের ফলে ঈদে এবার বাইকে করে বাড়ি ফেরার সব পথ বন্ধ হয়ে গেলো। গত ঈদে অনেক মানুষ বাইক নিয়ে বাড়ি ফেরে।

জাগরণ/যোগাযোগ/এসএসকে