• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: আগস্ট ৫, ২০২২, ০৯:৪৫ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৫, ২০২২, ০৯:৪৫ পিএম

সবার শিক্ষা, স্বাস্থ্য ও খাদ্যের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে’

সবার শিক্ষা, স্বাস্থ্য ও খাদ্যের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে’

বঙ্গবন্ধুর সোনার বাংলায় সবার স্বাস্থ্য, শিক্ষা ও খাদ্যের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লায় শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শোকাঞ্জলি শিরোনামে অনুষ্ঠানে তিনি এমন দাবি করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর ডাকে নিরস্ত্র বাঙালি সশস্ত্র যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। আবার বঙ্গবন্ধুকন্যার ডাকে সবাই আজ উন্নত বাংলাদেশ বিনির্মাণে সব ধরনের সহযোগিতা করছে। এই দেশ হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টানের দেশ। বঙ্গবন্ধুর সোনার বাংলায় স্বাস্থ্য, শিক্ষা, খাদ্যসহ সবকিছুর অধিকার প্রতিষ্ঠা হয়েছে তার কন্যার হাত ধরে।’

তিনি বলেন, ‘অনেকেই ইতিহাস বিকৃতি করে অনেক কথা বলছেন। বঙ্গবন্ধুর নামটাও মুছে ফেলার চেষ্টা চালানো হয়েছে। আমরা অনেক দৃশ্য দেখেছি। ১৫ আগস্টের কথা কোনো দিন ভুলব না। কী অপরাধ করেছিলেন বঙ্গবন্ধুর পরিবারের সদস্যরা। এসব কিছুর আজ হিসাব-নিকাশের সময় এসেছে।

‘১৫ আগস্ট বঙ্গবন্ধু পরিবারের সবাইকে হত্যার চেষ্টা করা হয়েছিল। কারণ তারা ভালো করেই জানত, বঙ্গবন্ধুর রক্ত যার ধমনিতে প্রবাহিত তারা বেঁচে থাকলে খুনিদের বিচার একদিন হবে।’

আসাদুজ্জামান বলেন, ‘আমরা মুক্তিযোদ্ধারা হৃদয়ে ধারণ করতাম বঙ্গবন্ধুর খুনিদের বিচারটা যেন আমরা দেখে যেতে পারি। তাদের বিচারের দৃশ্যটা আমরা দেখেছি। বঙ্গবন্ধুর কন্যা যদি দেশে না আসতেন, তাহলে এই বিচার আমরা নাও দেখতে পেতাম।’

মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে ছয় দিনব্যাপী এই অনুষ্ঠান উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মোজাফফর আহমদ।

বক্তব্য দেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার চৌধুরী ও জেলা প্রশাসক মোহাম্মদ মোমিনুর রহমান।