• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২২, ০১:১৮ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৮, ২০২২, ০১:১৮ এএম

শঙ্কা মুক্ত নন রনি, ৪ সদস্যের তদন্ত কমিটি

শঙ্কা মুক্ত নন রনি, ৪ সদস্যের তদন্ত কমিটি
ফাইল ফটো

গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনি শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসক। রনির শ্বাসনালী ও মুখের কিছু অংশসহ ২৫ শতাংশ পুড়েছে। 

চিকিৎসকরা বলছেন, ৭২ ঘণ্টা পরই বলা যাবে আবু হেনা ঝুঁকিমুক্ত কী না। এই ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। 

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকালে জেলা পুলিশ লাইন্স মাঠে নাগরিক সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যা উদ্বোধনের সময় হঠাৎ করেই গ্যাস বেলুন সিলিন্ডার বিস্ফোরণ হয়। 

এতে কৌতুক অভিনেতা রনিসহ পাঁচজন দগ্ধ হন। এদের মধ্যে গুরুতর আহত রনি ও এক জন পুলিশ সদস্যকে আনা হয় শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। 

রনির শরীরের ২৫ শতাংশ পুড়ে যাওয়ায় প্রথমে রাখা হয় আইসিইউতে। চিকিৎসকরা জানান, তার শ্বাসনালী ও মুখমণ্ডল পুড়ে গেছে। 

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন এইচ এম আইয়ুব হোসেন বলেছেন, ৭২ ঘণ্টা না যাওয়া পর্যন্ত রনি শংকামুক্ত কী না, তা বলা যাবে না। 

রনির দগ্ধ হওয়া নিয়ে দুশ্চিন্তায় আছেন তার ভক্ত ও শুভাকাঙ্খীরা। তার সুস্থতা কামনা করে ভক্তরা সামাজিক মাধ্যমে নানা ধরনের শুভেচ্ছা বার্তা দিচ্ছেন। 

এত বড় একটি অনুষ্ঠান চলাকালে কিভাবে এই বিস্ফোরণ ঘটলো সেটি তদন্ত শুরু করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। 

এ ঘটনায় আহত পুলিশ কনস্টেবলের শরীরে ১৯ শতাংশ পুড়লেও তিনি শংকামুক্ত বলে জানান চিকিৎসকরা।

জাগরণ/জাতীয়/এসএসকে