• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২২, ০১:২৯ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৬, ২০২২, ০১:২৯ এএম

বাংলাদেশি তিন শান্তিরক্ষীর মৃত্যুতে জাতিসংঘের শোক

বাংলাদেশি তিন শান্তিরক্ষীর মৃত্যুতে জাতিসংঘের শোক
শরিফ হোসেন, জসিম উদ্দিন (মাঝে) এবং জাহাঙ্গীর আলম

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনা করার সময় বোমা বিস্ফোরণে তিন জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত ঘটনায় গভীর শোক জানিয়েছে ঢাকাস্থ জাতিসংঘ কার্যালয়। 

বুধবার (৫ অক্টোবর) এক বিবৃতিতে এ শোক জানানো হয়। একই সঙ্গে নিহত শান্তিরক্ষীদের পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানানো হয়। 

জাতিসংঘের বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের এই শান্তিরক্ষীরা দায়িত্ব পালনকালে ঝুঁকি নিতেও পিছপা হননি। শান্তি প্রতিষ্ঠার জন্য যে নারী ও পুরুষরা তাদের জীবন বাজি রেখেছেন, আমরা আজ এবং সব সময় তাদের পাশে থাকব। আমরা তাদের এই আত্মত্যাগকে সম্মান করে যাব। 

বিবৃতিতে আহত মেজর আশরাফুল হকের দ্রুত সুস্থতা কামনা করা হয়। 

সোমবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনা করার সময় বোমা বিস্ফোরণে এ ঘটনা ঘটে। নিহত শান্তিরক্ষীরা হলেন- সৈনিক জসিম উদ্দিন (৩১), সৈনিক জাহাঙ্গীর আলম (২৬) ও সৈনিক শরিফ হোসেন (২৬)। আহত হয়েছেন টহল কমান্ডার মেজর আশরাফুল হক।

জাগরণ/জাতীয়/এসএসকে