• ঢাকা
  • মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২২, ০১:০০ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৮, ২০২২, ০১:০০ এএম

‘আপাতত জ্বালানি তেলের দাম কমানোর সুযোগ নেই’

‘আপাতত জ্বালানি তেলের দাম কমানোর সুযোগ নেই’
ফাইল ফটো

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘বিশ্ব পরিস্থিতির কারণে স্থানীয় বাজারে জ্বালানি তেলের দাম কমার সুযোগ নেই’।

তিনি বলেন, ‘জ্বালানি পরিস্থিতি নিয়ে আপাতত আশাবাদী হওয়ার সুযোগ কম’।

শুক্রবার (৭ অক্টোবর) নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী নসরুল হামিদ দেশে লোডশেডিং আগের চেয়ে কমেছে বলে দাবি করেন।

জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং লোডশেডিংয়ের কারণে উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে উল্লেখ করে গত বুধবার (৫ অক্টোবর) ডিজেলের দাম কমানোর অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছিল বিজিএমইএ।

এর আগে গত ৫ আগস্ট জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার। ওই ঘোষণা অনুযায়ী ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা, অকটেনের দাম লিটারে ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা এবং পেট্রলের দাম লিটারে ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা করা হয়। 

২৪ দিন পর ২৯ আগস্ট সব ধরনের তেলের দাম লিটারে ৫ টাকা কমানোর ঘোষণা দেয় সরকার।

জাগরণ/জ্বালানি/এসএসকে