• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২২, ০১:০৭ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৩, ২০২২, ০১:০৭ এএম

ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র

ফের বন্ধ ৫ নম্বর ইউনিট

ফের বন্ধ ৫ নম্বর ইউনিট
ফাইল ফটো

নরসিংদীর পলাশে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫ নম্বর ইউনিট চালু হওয়ার দুই দিন পর ফের বন্ধ হয়ে গেছে।

বুধবার (১২ অক্টোবর) দুপুর আড়াইটায় বিয়ারিং নষ্ট হয়ে যাওয়ায় এই ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায় বলে ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবু বক্কর ছিদ্দিক জানান।

আবু বক্কর ছিদ্দিক জানান, জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে কেন্দ্রের ৫ নম্বর ইউনিটটি ৭ দিন বন্ধ ছিল। যান্ত্রিক সমস্যা সমাধান শেষে গত ১০ অক্টোবর তা চালু করা হয়।

কর্তৃপক্ষ জানায়, ৪ অক্টোবর জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের সময় ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৪ ও ৫ নম্বর ইউনিট বন্ধ হয়ে যায়। পরে এক ঘণ্টার মধ্যে ৩৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৪ নম্বর ইউনিটটি চালু করা হয়।

তবে সেফটি বাল্ব ঠিক করে ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৫ নম্বর ইউনিটটি চালু করতে সাত দিন লেগে যায়। সোমবার থেকে পুরোদমে উৎপাদনে যায় ইউনিটটি। এর দুইদিনের মাথায় ফের বন্ধ হয়ে গেল।

পুনরায় ইউনিটটিতে বিদ্যুৎ উৎপাদন শুরু করতে ৭ দিন সময় লাগবে বলে জানান আবু বক্কর ছিদ্দিক।

জাগরণ/বিদ্যুৎওজ্বালানি/এসএসকে