• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২২, ১১:৪২ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৬, ২০২২, ১১:৪২ পিএম

রাত পোহালেই ৫৭ জেলা পরিষদে নির্বাচন

রাত পোহালেই ৫৭ জেলা পরিষদে নির্বাচন

সোমবার (১৭ অক্টোবর) ৫৭টি জেলায় হবে জেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে ভোটগ্রহণ হবে ইভিএমে। কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম। ভোট নির্বিঘ্ন করতে মাঠে থাকছে র‍্যাব, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনী। দায়িত্বে থাকবেন ৯৪ জন ম্যাজিস্ট্রেট।

শনিবার (১৫ অক্টোবর) মধ্যরাতে শেষ হয় জেলা পরিষদ নির্বাচনের প্রচার। এরইমধ্যে ভোটগ্রহণের সব প্রস্তুতি শেষ করেছে কমিশন।

৫৭টি জেলা পরিষদের নির্বাচনে মোট ভোটার ৬০ হাজার ৮৬৬ জন। ভোটগ্রহণ হবে ৪৬২টি কেন্দ্রে। এরই মধ্যে পৌঁছে গেছে ইভিএম ও ভোটগ্রহণের প্রয়োজনীয় সরঞ্জাম। কেন্দ্রগুলোর গুরুত্ব বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে কমিশন।

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান জানান, প্রতিটি কেন্দ্রের নিরাপত্তায় বসানো হয়েছে সিসি ক্যামেরা। যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা  রক্ষা বাহিনী।

৫৭টি জেলা পরিষদের মধ্যে ২৬টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তবে, সাধারণ ও সংরক্ষিত পদে ভোট হবে এসব জেলা পরিষদে।

জাগরণ/জেলাপরিষদনির্বাচন/কেএপি