
রাজধানী ঢাকার নয়া পল্টনের কাছে সড়কে হামলার মুখে পড়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।
বুধবার (২ নভেম্বর) বিকেলে নয়া পল্টনের পশ্চিম দিকে ফকিরাপুল বাজার মোড়ে তার গাড়িতে এই হামলা হয় বলে অবসরপ্রাপ্ত এই বিচারকের দেহরক্ষী পুলিশকে জানিয়েছেন।
বিএনপির একটি মিছিল থেকে এই হামলা হয় বলে অভিযোগ এসেছে। হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি।
তবে এ বিষয়ে বিএনপির কোনো ভাষ্য পাওয়া যায়নি।
বিচারপতি মানিক দেশের সর্বোচ্চ আদালতে বিচারকের দায়িত্ব পালন শেষে ২০১৬ সালে অবসরে যান। তিনি এখন ঘাতক-দালাল নির্মূল কমিটিতে সক্রিয় রয়েছেন।
একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির বিবৃতিতে বলা হয়, ‘বিচারপতি মানিক যখন গাড়িতে নয়া পল্টনের রাস্তা ধরে যাচ্ছিলেন, তখন বিএনপির সমাবেশ থেকে তার নাম ধরে আপত্তিকর স্লোগান দেয়া হয় এবং তার ওপর শারীরিকভাবে হামলা করা হয়। একই সঙ্গে বিএনপির সন্ত্রাসীরা তার গাড়ি ভাঙচুর করে এবং গাড়ির ড্রাইভারকেও শারীরিকভাবে লাঞ্ছিত করে।’
একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ও সাধারণ সম্পাদক কাজী মুকুল এক বিবৃতিতে এই হামলার নিন্দা জানিয়ে হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করেছেন।
জাগরণ/অপরাধ/এসএসকে