• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২২, ১২:০৪ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১৩, ২০২২, ১২:০৪ এএম

ভোটার হালনাগাদের খসড়া প্রকাশ ১৫ জানুয়ারি

ভোটার হালনাগাদের খসড়া প্রকাশ ১৫ জানুয়ারি
ছবি ● ফাইল ফটো

হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রতিবছর ২ জানুয়ারি প্রকাশিত হলেও এবার হবে ১৫ জানুয়ারি। তবে আইন অনুযায়ী চূড়ান্ত ভোটার তালিকা ২ মার্চেই প্রকাশিত হবে।

লক্ষ্যমাত্রার চেয়ে বেশি নতুন ভোটার অন্তর্ভূক্ত হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে ইসি সূত্র জানিয়েছে। জানা যায়, এবার সারাদেশে এক কোটিরও বেশি নাগরিকের তথ্য সংগ্রহ করা হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয় থেকে সময় পরিবর্তনের চিঠি মাঠপর্যায়ে পাঠানো হয় গত রোববার। ওই চিঠিতে ১৫ জানুয়ারি খসড়া তালিকা প্রকাশের জন্য মাঠপর্যায়ের সব কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিদ্যমান ভোটার তালিকা আইন অনুযায়ী ২ জানুয়ারি থেকে ২ মার্চ ভোটার তালিকা হালনাগাদের বিধান রয়েছে। ভোটার তালিকা বিধিমালায়ও একই বিধান রয়েছে।

ইসি সূত্র জানায়, এবার ভোটার তালিকা হালনাগাদের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি নাগরিকের তথ্য পাওয়া গেছে। ওই তথ্য সার্ভারে আপলোড দেওয়ার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবলের ঘাটতি ছিল। নানা কারণে তথ্য সংগ্রহ কার্যক্রম ও তথ্য আপলোড ব্যহত হয়।

৪ জানুয়ারি গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের ভোট হবে। এসব কারণে খসড়া তালিকা প্রকাশের সময় পিছিয়ে দেয়া হয়েছে।

জাগরণ/জাতীয়/কেএপি