• ঢাকা
  • সোমবার, ২৯ মে, ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২২, ০২:০২ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২৯, ২০২২, ০৮:০২ এএম

মেট্রোরেলে প্রথম জরিমানা ১০০ টাকা

মেট্রোরেলে প্রথম জরিমানা ১০০ টাকা
ছবি ● সংগৃহীত

মেট্রোরেল চালুর পর প্রথম জরিমানার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

জরিমানা দেয়া ব্যক্তি নিজেকে ঢাকা কলেজের শিক্ষার্থী বলে দাবি করেছেন। তার নাম ইমরান হোসেন নোমান।

তার দাবি- মেট্রোরেলে একক যাত্রার কার্ড হারানোয় তাকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আঁগারগাও স্টেশন পর্যন্ত ভ্রমণ শেষে তিনি এ জরিমানার মুখে পড়েন বলে জানিয়েছেন।  

ইমরান হোসেন নোমান জানান, উত্তরা উত্তর স্টেশন থেকে টিকিট কেটে তিনি মেট্রোরেলে ওঠেন। আঁগারগাও স্টেশনে পৌঁছে দেখেন টিকিট হারিয়ে গেছে। টিকিট ছাড়া বের হওয়ার চেষ্টা করলে তিনি আটকা পড়েন। ফলে এমআরটি কর্মকর্তারা তাকে ১০০ টাকা জরিমানা করেন।

তিনি  জানান, জরিমানার ১০০ টাকার মধ্যে ৬০ টাকা ভাড়া বাবদ, বাকি ৪০ টাকা কার্ডের মূল্য বাবদ। 

নিজেকে ঢাকা কলেজের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হিসেবে দাবি করে ইমরান হোসেন নোমান বলেন, ‘আমাকে আবার নতুন টিকিট কার্ড সংগ্রহ করে কার্ড রেখে আসতে হয়েছে।’

জাগরণ/যোগাযোগ/এসএসকে