• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৩, ১১:৫৬ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৯, ২০২৩, ১১:৫৬ পিএম

রোববার দিনভর চলবে মেট্রোরেল

রোববার দিনভর চলবে মেট্রোরেল
ফাইল ফটো

মা্ওলানা সাদ কান্ধলভী অনুসারীর বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত উপলক্ষে আগামী রোববার (২২ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলাচল করবে মেট্রোরেল।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী ২০ থেকে ২২ জানুয়ারি ২০২৩ পর্যন্ত টঙ্গির তুরাগ তীরে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আখেরি মোনাজাত উপলক্ষে যাত্রী সাধারণের চলাচলের সুবিধার্থে ২২ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে আগারগাঁও মেট্রো রেল স্টেশন পর্যন্ত এবং বিপরীতক্রমে বিরতিহীনভাবে মেট্রোরেল চলালচল করবে।’

সেখানে আরও বলা হয়, ‘২২ জানুয়ারি বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত স্টেশন দুটিতে এমআরটি পাস বিক্রি বন্ধ থাকবে। ইজতেমা শেষে যাত্রীদের চলাচলে যাতে সমস্যা না হয় সেজন্য বন্ধ থাকবে পাস বিক্রি।’

শুক্রবার (২০ জানুয়ারি) থেকে রোববার পর্যন্ত টঙ্গীর তুরাগ তীরে চলবে বিশ্ব ইজতেমা।

জাগরণ/যোগাযোগ/ইসলাম/বিশ্বইজতেমা/এসএসকে