• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৩, ১২:১০ এএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ৩, ২০২৩, ১২:১০ এএম

এলপি সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৬৬ টাকা

এলপি সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৬৬ টাকা
ছবি ● ফাইল ফটো

জ্বালানির মূল্যবৃদ্ধির হিড়িকে এবার বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এলপিজি সিলিন্ডারের দাম ২৬৬ টাকা বাড়িয়েছে। 

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান হয়। নির্ধারিত নতুন দাম সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হয়েছে। এর আগে জানুয়ারিতে দাম কমানো হয়েছিল এলপিজির।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতির কারণে ডলার ও জ্বালানি দামের সংকটের মধ্যে এলপিজির দাম ওঠানামা করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

প্রতি এক কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১২৪ টাকা ৮৫ পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। 

এই হিসাবে জানুয়ারি মাসে যেখানে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল এক হাজার ২৩২ টাকা, এখন তা বেড়ে হলো এক হাজার ৪৯৮ টাকা।

১২ কেজি সিলিন্ডার ছাড়াও সাড়ে পাঁচ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই বাড়ানো হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দামের পরিবর্তন হয়নি। সেটি আগের দাম ৫৯১ টাকাই রয়েছে।

জাগরণ/জ্বালানি/এমএ