• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ অক্টোবর, ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৩, ১১:৫৭ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১৯, ২০২৩, ১১:৫৭ পিএম

গুলশানের আগুন নিয়ন্ত্রণে, জীবিত উদ্ধার ২২, মৃত্যু এক

গুলশানের আগুন নিয়ন্ত্রণে, জীবিত উদ্ধার ২২, মৃত্যু এক
ছবি ● সংগৃহীত

রাজধানীর গুলশানে একটি বহুতল ভবনে আগুন লেগে অন্তত একজনের মৃত্যুর খরব এসেছে। আহত অবস্থায় রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজে নেয়ার পর নিহতের খবর পাওয়া গেছে।

এ ঘটনায় নারীসহ সাত জনকে জীবত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বর এলাকার ১০৪ নাম্বার গলির ২ নাম্বার বাড়ির বিভিন্ন তলায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বিমান বাহীনির একটি ইউনিট।

এরইমধ্যে আবাসিক ভবনটির বিভিন্ন তলায় অনেকে আটকা পড়ার খবরও পাওয়া গেছে। আটকে পড়াদের উদ্ধারের সর্বোচ্চ চেষ্টাও চালিয়ে যাচ্ছে ফায়ারসার্ভিস।

আগুনের ভয়াবহতা থেকে বাঁচতে ভবনের ৭তলা থেকে লাফিয়ে পড়ে নারীসহ অন্তত ৩জন আহতের খবর পাওয়া গেছে। এরই মধ্যে তাৎক্ষণিকভাবে আগুনে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, মানারাত স্কুলের পাশে একটি ১২ তলা ভবনের সপ্তম তলায় আগুন লেগেছে। ফায়ার ফাইটাররা দ্রুত সেখানে পৌঁছালেও ধোঁয়ার জন্য আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে।

ঘটনাস্থলে পৌঁছেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

জাগরণ/অগ্নিদুর্ঘটনা/এসএসকে