• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৩, ১২:৪২ এএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৪, ২০২৩, ১২:৪২ এএম

বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে চিঠি, থানায় জিডি

বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে চিঠি, থানায় জিডি
ছবি ● সংগৃহীত

অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদাকে চিঠি পাঠিয়েছে আনসার আল ইসলাম।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে এ বিষয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেন বাংলা একাডেমির নিরাপত্তা কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

ডায়েরিতে বলা হয়, বৃহস্পতিবার বেলা ১১টায় আনসার আল ইসলামের মাওলানা সাইফুল ইসলাম স্বাক্ষরিত বাংলা একাডেমির মহাপরিচালক বরাবর পাঠানো এক চিঠিতে অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। বিষয়টি আতঙ্কের।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বলেন, ‘জিডি নম্বর ১৭০৪।’ 

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শহীদুল্লাহ  বলেন, ‘আমরা বিষয়টি অত্যাধিক গুরুত্ব দিয়ে তদন্ত করছি।’

চিঠিটি আসলেই কোনো জঙ্গি সংগঠন পাঠিয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

পুলিশ কর্মকর্তা শহীদুল্লাহ বলেছেন, বইমেলার নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

ডিএমপির উপকমিশনার (ডিসি মিডিয়া) ফারুক হোসেন বলেন, ‘জিডির বিষয়টি কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট তদন্ত করবে।’

জাগরণ/অপরাধ/এসএসকে