• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৩, ১১:৩২ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৮, ২০২৩, ১১:৩২ পিএম

ফের ৫ শতাংশ বাড়ল বিদ্যুতের দাম

ফের ৫ শতাংশ বাড়ল বিদ্যুতের দাম
ছবি ● প্রতীকী

একমাসের ব্যবধানে আবারও বিদ্যুতের দাম বাড়ালো সরকার।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) নিবার্হী আদেশে  গ্যাজেটের মাধ্যমে বিদ্যুৎ বিভাগ এ দাম বাড়িয়েছে।

মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘বিদ্যুতের দাম গ্রাহক পর্যায়ে ৫ শতাংশ বাড়ানো হয়েছে।’

১ মার্চ (বুধবার) থেকেই নতুন দাম কার্যকর হবে।

গত দুই মাসে বিদ্যুতের দাম বেড়েছে ১৫ শতাংশের বেশি।

এর আগে গত জানুয়ারিতে দুই দফায় বাড়ান হয় বিদ্যুতের দাম।

সবশেষ ৩০ জানুয়ারির প্রজ্ঞাপনে খুচরা পর্যায়ে ৫ শতাংশ ও পাইকারি পর্যায়ে ৮ শতাংশ বাড়ানো হয় বিদ্যুতের দাম।

বিদ্যুৎ খাতে ভর্তুকির চাপ সামলাতে এ বছর প্রতি মাসে বিদ্যুতের দাম সমন্বয় করছে সরকার।

আগে গণশুনানির মাধ্যমে বিদ্যুতের দাম নির্ধারণ করত এ খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

আইন সংশোধন করে এ ক্ষমতা হাতে নিয়েছে সরকার। এর পর থেকে নির্বাহী আদেশে দাম বাড়াচ্ছে বিদ্যুৎ বিভাগ।

এবারের বিদ্যুতের দাম বাড়ানোর পর গড়ে প্রতি ইউনিট বিদ্যুৎ বিক্রি করবে সাড়ে সাত টাকার বেশি। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) দাবি করছে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে তাদের গড়ে ১২ টাকার বেশি পড়ছে।

জাগরণ/বিদ্যুৎওজ্বালানি/এসএসকে