• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৯, ২০২৩, ০১:১৯ এএম
সর্বশেষ আপডেট : মার্চ ৯, ২০২৩, ০১:১৯ এএম

সিদ্দিক বাজারে বিস্ফোরণ

দগ্ধ আরও একজনের মৃত্যু, মোট ২১

দগ্ধ আরও একজনের মৃত্যু, মোট ২১

রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মুসা (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে এ বিস্ফোরণের ঘটনায় ২১ জন নিহত হলেন।

বুধবার (৮ মার্চ) রাত ১০টা ৩৫ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে  চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মুসা মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মোহাম্মদ জামানের ছেলে।

বার্ণ ইনিস্টিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন বলেন, ইনস্টিটিউটের ৬০২ নম্বর ওয়ার্ড মেইল এইচডিইউতে ৯৮ শতাংশ পোড়া নিয়ে মুসা চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টা ৩৫ মিনিটের দিকে মৃত্যুবরণ করেছেন।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে সিদ্দিক বাজারে বিস্ফোরণটি ঘটে। মুসার মৃত্যুসহ এ পর্যন্ত ২১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অনেকে।

জাগরণ/দুর্ঘটনা/এসএসকে