• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ১৩, ২০২৩, ১২:১৪ এএম
সর্বশেষ আপডেট : মার্চ ১৩, ২০২৩, ১২:১৪ এএম

আট জেলায় নতুন ডিসি

আট জেলায় নতুন ডিসি

দেশের আট জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (১২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নতুন জেলা প্রশাসক (ডিসি) পাওয়া জেলাগুলো হলো- রাজশাহী, নড়াইল, মাদারীপুর, দিনাজপুর, নাটোর, মেহেরপুর, ঝিনাইদহ ও মৌলভীবাজার। 

প্রজ্ঞাপন অনুযায়ী, নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদকে রাজশাহীতে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীকে নড়াইলে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মারুফুর রশিদ খানকে মাদারীপুরে, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের উপসচিব শাকিল আহমেদকে দিনাজপুরে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব আবু নাছের ভূঁইয়াকে নাটোরে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ আজিজুল ইসলামকে মেহেরপুরে, বাণিজ্য মন্ত্রণালয়ের সংযুক্ত উপসচিব এসএম রফিকুল ইসলামকে ঝিনাইদহে এবং মন্ত্রিপরিষদ বিভাগের সংযুক্ত উপসচিব উর্মি বিনতে সালামকে মৌলভীবাজারে জেলা প্রশাসক করা হয়েছে।

জাগরণ/জাতীয়/এসএসকে