• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২৮, ২০২৩, ১১:৫৫ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৮, ২০২৩, ১১:৫৫ পিএম

সৌদিতে বাস দুর্ঘটনায় নিহতদের ৮ জন বাংলাদেশি

সৌদিতে বাস দুর্ঘটনায় নিহতদের ৮ জন বাংলাদেশি
ছবি ● সংগৃহীত

সৌদি আরবে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ২৪ জনের মধ্যে ৮ জন বাংলাদেশি বলে জানিয়েছেন সৌদিস্থ বাংলাদেশ দূতাবাস।

সোমবার (২৭ মার্চ) সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আসির প্রদেশ ও আভা শহরের সংযোগকারী সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ব্রেক ফেল করে সেতুর সঙ্গে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়। বাসটিতে আগুন ধরে যায়। এতে ২৪ জন ওমরাহ যাত্রী নিহত হন। আহত হন ২৯ জন।

নিহতরা হলেন-

১। শহিদুল ইসলাম। বাবা- শরিয়ত উল্লাহ, সেনবাগ, নোয়াখালী।

২। মামুন মিয়া। বাবা- আবদুল আওয়াল, মুরাদনগর, কুমিল্লা।

৩। মোহাম্মদ হেলাল, নোয়াখালী।

৪। সবুজ হোসাইন, লক্ষ্মীপুর।

৫। রাসেল মোল্লা, মুরাদনগর কুমিল্লা।

৬। আসিফ, মহেশখালী কক্সবাজার।

৭। ইমাম হোসাইন রনি। বাবা- আবদুল লতিফ, টঙ্গী, গাজীপুর।

৮। রুক মিয়া। বাবা- কালু মিয়া, চাঁদপুর। 

সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম আল-এখবারিয়া টিভি চ্যানেল জানিয়েছে, হতাহতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। সৌদি সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্টের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।

টিভি চ্যানেলটি আরও জানিয়েছে, দুর্ঘটনাটি ব্রেকের সমস্যার কারণে হয়েছ। এর ফলে বাসটি সেতুর সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গিয়ে আগুন ধরে যায়।

আসির প্রদেশের ঘটনাটি ইসলামের পবিত্র শহর মক্কা ও মদিনায় নিরাপদে যাওয়ার বিষয়টিকে কার্যত চ্যালেঞ্জে ফেলে দিয়েছে। রমজানে বহু মানুষ ওমরাহ করতে মক্কায় যাচ্ছেন এবং হজের আর মাত্র কয়েক মাস বাকি, এমন সময়ে এ ঘটনা ঘটলো।

জাগরণ/দুর্ঘটনা/এসএসকে