• ঢাকা
  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৬ কার্তিক ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৩, ১১:২৪ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৭, ২০২৩, ১১:২৪ পিএম

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রাজধানীতে স্বস্তির বৃষ্টি
ছবি ● সংগৃহীত

অবশেষে বৃষ্টি। তাতে যেন প্রাণ ফিরে পেয়েছে রাজধানী। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবনে তা এনে দিয়েছে স্বস্তি ।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার পর রাজধানীর বিভিন্ন জায়গায় ঝড়ের সঙ্গে হালকা বৃষ্টি নামে। হঠাৎ বৃষ্টিতে ভোগান্তিতে পড়ে অফিস ফেরত মানুষ।

ঝড় বৃষ্টির পর কমেছে তাপমাত্রা।

আগামী দুই একদিন তাপমাত্রা সহনীয় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ মাসের শেষ ও আগামী মাসের শুরুতে সারা দেশে টানা বৃষ্টির সম্ভবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, আগামী দুই একদিন তাপমাত্রা সহনীয় থাকবে। এ মাসের শেষ ও আগামী মাসের শুরুতে সারা দেশে টানা বৃষ্টি হতে পারে।

রাজধানীতে ঘণ্টায় ৭৪ কিলোমিটার বেগে কালবৈশাখী আঘাত হানে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

দেশের বিভিন্ন জেলায় কালবৈশাখি ঝড় ও বৃষ্টি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ও সাতর্ক্ষীরা ও যশোরে বজ্রপাতে দুই শ্রমিকসহ ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২ জন।

বজ্রপাতে সাতক্ষীরার সদরে এক যুবক ও কলারোয়ায় এক কৃষক মারা গেছেন। যশোরে মারা গেছেন একজন।

জাগরণ/পরিবেশ/এসএসকে