• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২১, ২০২৩, ১২:৫৫ এএম
সর্বশেষ আপডেট : জুন ২১, ২০২৩, ১২:৫৫ এএম

ঈদে ফিরতি ট্রেনের টিকেট বিক্রি শুরু আজ

ঈদে ফিরতি ট্রেনের টিকেট বিক্রি শুরু আজ
ছবি ● ফাইল ফটো

ঈদুল আজহা শেষে ট্রেনের ফিরতি টিকেট বিক্রি শুরু হবে বুধবার থেকে। আন্তঃনগর ট্রেনের সব টিকেট এবার অনলাইনে বিক্রি করা হবে।

ছয়দিন ব্যাপী এই টিকেট বিক্রি কার্যক্রম বুধবার সকাল ৮টা থেকে রেলওয়ের ই-টিকেটিং ওয়েবসাইট ও রেলসেবা অ্যাপে শুরু হবে। 

এবার অঞ্চলভেদে দুই শিফটে টিকেট বিক্রি করা হচ্ছে। টিকেট বিক্রির সময় সার্ভারের ওপর চাপ কমাতে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ফিরতি টিকেটের মধ্যে ২ জুলাইয়ের টিকিট ২২ জুন, ৩ জুলাইয়ের টিকেট ২৩ জুন, ৪ জুলাইয়ের টিকেট ২৪ জুন, ৫ জুলাইয়ের টিকেট ২৫ জুন, ৬ জুলাইয়ের টিকেট ২৬ জুন বিক্রি করা হবে। 

এছাড়া ১ জুলাইয়ের টিকেট ২১ জুন বিক্রি করা হবে।

সকাল ৮টায় বিক্রি শুরু হবে পশ্চিমাঞ্চলের টিকেট এবং দুপুর ১২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের টিকেট। এবার ঈদে আন্তঃনগর ট্রেনে মোট আসন সংখ্যা হবে ২৯ হাজার। 

ঈদ স্পেশাল ট্রেনের টিকেটও এবার অনলাইনে দেয়া হবে। একজন যাত্রী ঈদের আগে একবার এবং ঈদের পরে একবার করে টিকেট নিতে পারবেন। একজন যাত্রী একটি আইডি দিয়ে ৪টি টিকেট নিতে পারবেন, সেক্ষেত্রে যাত্রীর সঙ্গে থাকা বাকি ৩ সহযাত্রীর বিবরণ টিকেটে উল্লেখ করতে হবে।

জাগরণ/যোগাযোগ/এমএ