• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৩, ১২:৫৪ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৫, ২০২৩, ১২:৫৪ এএম

ইসির নিবন্ধন পেল ৬৬ পর্যবেক্ষক সংস্থা

ইসির নিবন্ধন পেল ৬৬ পর্যবেক্ষক সংস্থা
ছবি ● ফাইল ফটো

৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে ইসি । 

ইসি বলছে, এই সংস্থাগুলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবে। একইসঙ্গে পর্যবেক্ষক সংস্থা বাড়াতে নতুন করে আবেদনও আহ্বান করেছে ইসি। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬৬টি সংস্থাকে পরবর্তী পাঁচ বছরের জন্য নিবন্ধন দেয়া হয়েছে। অর্থাৎ তাদের মেয়াদকাল হচ্ছে ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর থেকে ২০২৮ সালের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত।

নির্বাচন পর্যবেক্ষণের জন্য মোট ২১০টি সংস্থা আবেদন করেছিলো। এরমধ্যে, গত ৮ আগস্ট প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হয় ৬৮টি। যাচাই বাছাই শেষে রূপনগর শিক্ষা স্বাস্থ্য সহায়তা ফাউন্ডেশন রিহাফ ও হিউম্যান রাইটস ওয়াচ কমিশনকে চূড়ান্ত তালিকা থেকে বাদ দেয় ইসি।

জাগরণ/নির্বাচনকমিশন/এসএসকে