• ঢাকা
  • সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৩, ১২:২১ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৫, ২০২৩, ১২:২২ এএম

ভোটের তারিখের অপেক্ষায় জাতি

ভোটের তারিখের অপেক্ষায় জাতি

সংঘাত-সহিংসতা-অবরোধ, রাজনৈতিক উদ্বেগ আর সমঝোতার নানামুখী চেষ্টার মধ্যেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন ।

বুধবার বিকেলে কমিশন বৈঠকের পর জাতিকে তফসিল জানাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

গেল ১ নভেম্বর থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৯০ দিনের ক্ষণগণনা শুরু হয়েছে। নির্বাচন কবে হবে তা নিয়ে সব মহলেই আলোচনা চলছে। বুধবার সেই ঘোষণাই দেবেন সিইসি। সংশয় আর উদ্বেগ থাকার পরও নির্বাচনের দিনক্ষণ জানার অপেক্ষায় আছে দেশের কোটি কোটি ভোটার।

মঙ্গলবার সকাল থেকে নির্বাচন কমিশনাররা নিজেদের মধ্যে অনানুষ্ঠানিক বৈঠক করেন । কমিশনের বিভিন্ন সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিয়ে প্রধান নির্বাচন কমিশনার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ জানাতে পারেন। এদিন সকাল ৬টা থেকেই শুরু হচ্ছে বিএনপি পঞ্চম দফা অবরোধ।

সংবিধান মেনে ও যথাসময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে অনড় আওয়ামী লীগ। সরকারের থেকে অংশগ্রহণমূলক, সুষ্ঠু ভোটের কথা বলা হচ্ছে। তবে প্রধান বিরোধী শক্তি বিএনপি সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অবরোধ কর্মসূচিতে আছে। যার পঞ্চম দফা শুরুর আগে আবারও নির্বাচন কমিশনেরও পদত্যাগ চেয়েছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।

তফসিল ঘোষণা করার অর্থই হলো, নির্বাচন আয়োজনের সব ধরনের প্রস্তুতি নিয়েছে ইসি। আর প্রস্তুতি নিয়েই গত ৯ নভেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছে নির্বাচন কমিশন। রাষ্ট্রপতিকে জানানো হয়েছে, নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি।

এর আগেই সংসদ নির্বাচনে নিবন্ধিত সব দলগুলোকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে সংলাপ করেছে ইসি। ৪৪টি দলের মধ্যে সাড়া দেয়নি ১৮টি দল আর নির্বাচনের তারিখ পেছানোর আবেদন করেছে ৯টি দল। এ বাস্তবতায় ঘোষণা করা হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ।

বিভিন্ন ধরনের নির্বাচনী সরঞ্জাম ইতোমধ্যে জেলা নির্বাচন কার্যালয়গুলোতে পৌঁছে গেছে। অমোচনীয় কালি ও স্ট্যাম্প প্যাডও পাঠানো হবে।

রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ ও অন্যান্য বিষয় গুছিয়ে ভোটের সম্ভাব্য দিনক্ষণ চূড়ান্ত করতে কমিশন বৈঠকে বসবে ইসি। আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকও করেছে  ইসি।

তফসিল ঘোষণার আগে রোববার অনলাইন নমিনেশন সাবমিশন সিস্টেম (ওএনএসএস) ও স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট নামে অ্যাপ উদ্বোধন করেছে ইসি।

২০১৯ সালের ৩০ জানুয়ারি যাত্রা শুরু করে একাদশ জাতীয় সংসদ। এ হিসেবে চলতি সংসদের  মেয়াদ শেষ হবে আগামী ২৯ জানুয়ারি। সংসদের মেয়াদ আরও তিন মাসের মত থাকলেও অধিবেশন আর বসছে না। সংবিধান অনুযায়ী ৬০ দিনের মধ্যে সংসদের অধিবেশন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। তবে, সংসদ নির্বাচনের স্বার্থে মেয়াদের শেষ ৯০দিনের মধ্যে এই বিধানটি সংবিধানে শিথিল করা হয়েছে।

দেশে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন, নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮৫২ জন।

জাগরণ/দ্বাদশজাতীয়সংসদনির্বাচন/এসএসকে