• ঢাকা
  • রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৪, ১১:৩০ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ৬, ২০২৪, ১১:৩০ পিএম

৪ মে থেকে শুরু উপজেলা নির্বাচন

৪ মে থেকে শুরু উপজেলা নির্বাচন
ছবি ● প্রতীকী

উপজেলা জেলা নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

চার ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি জাহাংগীর আলম।

ইসি জাহাংগীর আলম বলেন, ‘চার ধাপে উপজেলা নির্বাচন হবে। আগামী ৪ মে প্রথম ধাপ, ১১ মে দ্বিতীয় ধাপ, ১৮ মে তৃতীয় ধাপ এবং ২৫ মে চতুর্থ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।’
তবে ভোটগ্রহণ পদ্ধতি নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান ইসি সচিব জাহাংগীর আলম।
 
এবারের উপজেলা নির্বাচনে নৌকা প্রতীকে প্রার্থী দেবে না বলে জানিয়ে আসছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ফলে উন্মুক্ত নির্বাচন করতে পারবেন তাদের নেতাকর্মীরা।   
 
সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিলও ঘোষণা করেছে ইসি। ১৪ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিল করবেন প্রার্থীরা।

মনোনয়ন যাচাই-বাছাই ১৯-২০ ফেব্রুয়ারি। বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২২ ফেব্রুয়ারি। আপিল নিষ্পত্তি ২৪ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ২৫ ফেব্রুয়ারি। আর প্রতীক বরাদ্দের তারিখ ২৭ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।

জাগরণ/উপজেলা জেলানির্বাচন/এমএ