• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০১৯, ০৯:২০ পিএম

ববিতে প্রথম বারের মত ড্রোন উড্ডয়ন

ববিতে প্রথম বারের মত ড্রোন উড্ডয়ন

 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী মো. সোহেল মাহমুদ, আহম্মদ সাব্বির, জুবায়ের আব্দুল্লাহ জয়, আবু সাঈদ মো. আফ্রিদি ও মীর সামিউর রহিম সাদ এর সফল প্রচেষ্টায় প্রথম বারের মত বরিশাল বিশ্ববিদ্যালয়ের আকাশে নিজেদের তৈরি ড্রোন উড়ল।

সোমবার (৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চ প্রাঙ্গণে এর সফল উড্ডয়নের শুভ উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এসএম ইমামুল হক।

এসময় উপস্থিত ছিলেন- সিএসই বিভাগের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু হলের প্রভোস্ট রাহাত হোসাইন ফয়সাল, সিএসই বিভাগের প্রভাষক মো. মোস্তাফিজুর রহমান, কোস্টাল স্টাডিজ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. হাফিজ আশরাফুল হক প্রমুখ।
 উদ্বোধনকালে উপাচার্য শিক্ষার্থীদের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান ও সমৃদ্ধি কামনা করেন। ড্রোনটি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার কাজে ব্যবহার করার যেতে পারে বলেও মতামত প্রকাশ করেন উপাচার্য।

উদ্বোধনের পর ড্রোনটি উড়িয়ে দেখান কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী জুবায়ের আবদুল্লাহ জয়। এসময় উপস্থিত শিক্ষার্থীরা করতালির মাধ্যমে নির্মাতাদের উৎসাহ প্রদান করেন। 

খ.তা/