• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০১৯, ০২:০৫ পিএম

বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ খুবই ভালো: মার্কিন রাষ্ট্রদূত 

বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ খুবই ভালো: মার্কিন রাষ্ট্রদূত 
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার


বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ খুবই ভালো। রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল। 

আজ বুধবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে কৃষি মন্ত্রী ড. আবদুর রাজ্জাকের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার।

তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ ভালো থাকায় আমরা এখানে কৃষি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছি।

এ সময় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, আজ মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাতে এসেছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। তিনি আমাদের দেশের রাজনৈতিক স্থিতিশীলতা থাকায় সন্তোষ প্রকাশ করেছেন এবং কৃষি খাতে বিনিয়োগের আগ্রহ পোষণ করেন। 

এমএম/আরআই