• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২১, ০৫:১৯ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৬, ২০২১, ০৫:২০ পিএম

এটি কোনোভাবেই স্বাভাবিক মৃত্যু নয়

এটি কোনোভাবেই স্বাভাবিক মৃত্যু নয়

একজন লেখককে তার লেখালেখির জন্য কারাগারে নেওয়া হলো। তিনি বাংলাদেশে জনপ্রিয় শিশু সাহিত্যিক এবং অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচিত ছিলেন। তাকে কারাগারের অন্ধ প্রকোষ্ঠে দিনের পর দিন মানসিক ও শারীরিক নির্যাতন করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলো। তিনি কারাগারে যথাযথ চিকিৎসা পাননি এবং এটি কোনোভাবেই স্বাভাবিক মৃত্যু নয়। 

এটাকে আমরা রাষ্ট্রের একটা হত্যাকাণ্ড বলছি এবং এই হত্যাকাণ্ডের দায় আমরা রাষ্ট্রকেই দিতে চাই। আমরা লেখক মুশতাক, লোরকা কিংবা নাজিম হিকমতের মধ্যে কোনো পার্থক্য দেখি না। সেই জায়গা থেকে, আমাদের বিবেকের দায় হিসেবে এবং এই স্বৈরাচারী ব্যবস্থা, যে ব্যবস্থার কারণে, যে নিপীড়নের কারণে একজন লেখককে কারাগারে মৃত্যু বরণ করতে হয়, সেই ব্যবস্থাকে আমরা উচ্ছেদ করতে চাই এবং অনতিবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত দাবি করি। এর সঙ্গে সংশ্লিষ্ট যারাই আছেন, সবাইকে বরখাস্ত এবং এই ধরনের স্বৈরাচারী ব্যবস্থার অবসান চাই।