• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৭, ২০২১, ০৩:৩৪ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৭, ২০২১, ০৩:৫৬ পিএম

কানাডায় ইসরায়েলি সমাবেশে ফিলিস্তিনিদের ধাওয়া

কানাডায় ইসরায়েলি সমাবেশে ফিলিস্তিনিদের ধাওয়া

গাজায় ইসরায়েলি হামলার সমর্থনে কানাডায় বিক্ষোভ চলাকালীন ইসরায়েলি সমর্থকদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ হয়েছে।

সিবিসি নিউজ জানায়, স্থানীয় সময় শনিবার বিকেলে টরন্টোয় ইসরায়লের অগ্রাসনের পক্ষে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে স্থানীয় ইহুদি ও ইসরায়েলপন্থীরা। এ সময় ফিলিস্তিনিপন্থীরা তাদের লাঞ্ছিত করে এবং তাড়া করে। 

শনিবার কানাডার টরন্টো, মন্ট্রিল ওটোয়া, ভ্যানকুভারসহ বিভিন্ন শহরে ফিলস্তিনিদের ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়। এর প্রতিক্রিয়ার রোববার সকালে মন্ট্রিল স্কোয়ারে আবারও ইসরায়েলের পতাকা নিয়ে সমাবেশ করে তাদের সমর্থকরা। ফিলিস্তিনি সমর্থকরা আবারও ধাওয়া করে তাদের। এ সময় দুই পক্ষ সংঘর্ষে জড়ালে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এ ঘটনায় ক্ষোভ জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এক টুইটবার্তায় তিনি বর্ণবাদ ও ধর্ম নিয়ে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করা হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলেও সতর্ক করেন।

আরও পড়ুন