• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২১, ২০১৯, ০১:৫৫ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২১, ২০১৯, ০১:৫৫ পিএম

মোকাব্বির খানকে কারণ দর্শাতে বলল গণফোরাম

মোকাব্বির খানকে কারণ দর্শাতে বলল গণফোরাম
মোকাব্বির খান - ফাইল ছবি

গণফোরামের দলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে সিলেট-২ আসনে নির্বাচিত মোকাব্বির খানকে কারণ দর্শাতে নোটিশ দিয়েছে গণফোরাম। শনিবার (২১ এপ্রিল) আরামবাগের ইডেন কমপ্লেক্সে দলীয় কার্যালয়ে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের সভাপতিত্বে দলের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। 
নোটিশে বলা হয়, ’সভায় এক সিদ্ধান্তে গঠনতন্ত্রের ৮ম ধারা মোতাবেক দলের লক্ষ্য, আদর্শ, নীতি, গঠনতন্ত্র, কর্মসূচী পরিপন্থী কাজের জন্য মোকাব্বির খানকে কারণ দর্শানো নোটিশ জানানোর সিদ্ধান্ত গৃহীত হল।’

গত বছরের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে গণফোরামের দলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে নির্বাচিত হন মোকাব্বির খান। 
গণফোরামের প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক দৈনিক জাগরণকে বলেন, কারণ দর্শানোর নোটিশ মোকাব্বির খানের কাছে পাঠিয়ে দেয়া হবে। নোটিশ পাওয়ার পরবর্তী ৭ দিনের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে। জবাব সন্তোষজনক না হলে পরে দল তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেবে।

সভায় উপস্থিত ছিলেন- মফিজুল ইসলাম খান কামাল, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অধ্যাপক আবু সাইয়িদ, ড. রেজা কিবরিয়া, মেজর জেনারেল (অব.) আ ম সা আ আমীন, অ্যাডভোকেট এসএম আলতাফ হোসেন, অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, অ্যাডভোকেট মোহসীন রশীদ, ইঞ্জিনিয়ার সিরাজুল হক, অ্যাডভোকেট সগীর আনোয়ার,  মোশতাক আহমেদ, আইয়ুব খান ফারুক,  রফিকুল ইসলাম পথিক, হারুনুর রশীদ তালুকদার, খান সিদ্দিকুর রহমান, মোহাম্মদ রওশন ইয়াজদানী, আব্দুল হাছিব চৌধুরী, অ্যাডভোকেট জানে আলম, ফরিদা ইয়াছমীন, অ্যাডভোকেট সেলিম আকবর, আব্দুর রহমান জাহাঙ্গীর প্রমুখ। 

টিএস/ এফসি