• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: এপ্রিল ২৮, ২০১৯, ০১:০০ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৮, ২০১৯, ০৭:০১ পিএম

জনগণের রায়ের প্রতি বিএনপির শ্রদ্ধা প্রদর্শন করা উচিৎ: হানিফ      

জনগণের রায়ের প্রতি বিএনপির শ্রদ্ধা প্রদর্শন করা উচিৎ: হানিফ      

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের সংসদে যোগ দিয়ে জনগণের রায়ের প্রতি বিএনপির শ্রদ্ধা প্রদর্শন করা উচিৎ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। 

রোববার (২৮ এপ্রিল) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ জামালের ৬৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।  

মাহবুব-উল আলম হানিফ বলেন, যারা সংসদে যোগ দিয়েছেন তাদের ধন্যবাদ জানাই, স্বাগত জানাই। আশা করি যেসব সংসদ সদস্য এখনও শপথ নেননি, তারা তাদের নৈতিক দায়িত্ববোধের জায়গা থেকে শপথ নেবেন এবং সংসদ অধিবেশনে যোগদান করবেন।

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, জনগণ ভোট দিয়ে এমপিদের নির্বাচিত করেছে। তাই এ সংসদ বৈধ।           


এএইচএস/আরআইএস