• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৯, ২০১৯, ০৪:৩০ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৯, ২০১৯, ০৫:১৯ পিএম

কৃষক ও শ্রমিকদের পক্ষে বিএনপির কর্মসূচি!

কৃষক ও শ্রমিকদের পক্ষে বিএনপির কর্মসূচি!

 

সব সময় নিজেদের নিয়ে ব্যস্ত থাকা নিয়ে জনমনে প্রচণ্ড সমালোচনার মুখোমুখি পরা বিএনপি অবশেষে জনস্বার্থে কর্মসূচি ঘোষণা করেছে! কৃষককে ধানের ন্যায্যমূল্য এবং পাটকল শ্রমিকদের বকেয়া বেতন প্রদানের দাবিতে দলটি ২ দিনের কর্মসূচি ঘোষণা করে।  

রোববার (১৯ মে) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়প এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। বিএনপির এসব কর্মসূচি গ্রাম, হাট-বাজার পর্যায়ে পালিত হবে।

কৃষক ও শ্রমিকদের স্বার্থে বিএনপি ঘোষিত কর্মসূচিতে রয়েছে— ধানের ন্যায্য মূল্য নিশ্চিত এবং পাটকল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে মঙ্গলবার (২১ মে) বিএনপি’র উদ্যোগে দেশব্যাপী জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হবে এবং বৃহস্পতিবার (২৩ মে) সারাদেশে ইউনিয়ন পর্যায়ের হাটে-বাজারে মানববন্ধন কর্মসূচি পালিত হবে।

টিএস/এসজেড