• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ৪, ২০১৯, ০৬:৩৬ পিএম
সর্বশেষ আপডেট : জুন ৪, ২০১৯, ০৬:৩৬ পিএম

বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড

বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড

 

যানবাহন পারাপার এবং টোল আদায়ে নতুন রেকর্ড করেছে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ। ঈদযাত্রায় গত ২৪ ঘণ্টায় সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ছোট বড় মিলিয়ে মোট ৩৫ হাজার ২৭১টি যানবাহন পারাপার হওয়ায় এ রেকর্ডের সৃষ্টি হয়। যা বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর সর্বোচ্চ সংখ্যাক যানবাহন পারাপারের নতুন রেকর্ড। এর আগে গত ঈদে ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৪৩২টি যানবাহন পারাপার হয়।
 
এদিকে ছোটবড় বিপুল সংখ্যক গাড়ি পারাপার হওয়ায় ২ কোটি ৪৪ লাখ ৫৩ হাজার ৮৭০ টাকার টোল আদায় করেছে করেছে কর্তপক্ষ। এর ফলে টোল আদায়েও নতুন রেকর্ড করে কর্তৃপক্ষ। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর রহমান মনির বিষয়টি নিশ্চিত করে আরো জানান, পারাপার হওয়া ৩৫ হাজার ২৭১টি যানবাহনের মধ্যে ঢাকা থেকে ছেড়ে আসে উত্তরবঙ্গের দিকে যায় ২৪ হাজার ৪১১টি ও উত্তরবঙ্গ থেকে ঢাকা দিকে যায় ১০ হাজার ৮৬০টি যানবাহন।

প্রসঙ্গত, ১৯৯৮ সালে সেতুটি চালু হওয়ার পর থেকে কর্তৃপক্ষ টোল আদায় করে আসছে। বর্তমানে সেতুর টোল আদায় করছে কমিউটার সিস্টেম নেটওয়ার্ক (সিএনএস)।

এসজেড