• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১২, ২০১৯, ০২:৩৬ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১২, ২০১৯, ০২:৩৬ পিএম

দাঁত পরীক্ষার জন্য বিএসএমএমইউর ডেন্টাল ইউনিটে খালেদা জিয়া

দাঁত পরীক্ষার জন্য বিএসএমএমইউর ডেন্টাল ইউনিটে খালেদা জিয়া
খালেদা জিয়া - ফাইল ছবি

দাঁত পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন কারাবন্দি খালেদা জিয়াকে বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লক থেকে এ ব্লকে অবস্থিত ডেন্টাল ইউনিটে নেয়া হয়েছে।

বিএসএমএমইউর অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. নাজমুল করিম বলেন, দাঁত পরীক্ষা শেষে তাকে কেবিনে আনা হবে।

খালেদা জিয়া গত ১ এপ্রিল থেকে বিএসএমএমইউর ৬২১ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন। বুধবার (১২ জুন) দুপুরে কেবিনের ভবন থেকে একটি মাইক্রোবাসে তাকে এ ব্লকে নেয়া হয়। পরে হুইল চেয়ারে করে ডেন্টাল ভবনের চতুর্থ তলায় নেয়া হয়।

৭৪ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বয়সজনিত বিভিন্ন সমস্যায় আক্রান্ত।

আরএম/ এফসি