• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১৬, ২০১৯, ০২:৩৯ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১৬, ২০১৯, ০২:৩৯ পিএম

খালেদা জিয়াকে কারাবিধি অনুযায়ী রাখা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়াকে কারাবিধি অনুযায়ী রাখা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল-ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কারাবিধি অনুযায়ী একজন বন্দি যেখানে থাকার কথা খালেদা জিয়া সেখানেই থাকবেন। খালেদা জিয়াকে পুরান ঢাকার কারাগার থেকে কেন্দ্রীয় কারাগারে নেয়া হবে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রোববার (১৬ জুন) কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি এ মন্তব্য করেন। 

তিনি জানান, ব্রিটিশ আমল থেকে চলে আসা বন্দিদের খাবারে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে স্বাস্থ্যসম্মত খাবার দেয়া হবে। দেশের সব কারাগারে এ খাবার চালু করা হবে বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, সারাদেশে বিভিন্ন কারাগারে ৪০ হাজার ৬৬৪ জন বন্দির ধারণ ক্ষমতা থাকলেও রয়েছে ৮১ হাজার ১৮৩ জন। সরকার যেহেতু কারাগারকে সংশোধনাগার করার পরিকল্পনা নিয়েছে তাই বন্দিদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। যাতে তারা পরবর্তীতে সুস্থ জীবন বেছে নিতে পারেন।

জেডএইচ/এসএমএম