• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৫, ২০১৯, ০৩:৫৭ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ৫, ২০১৯, ০৪:১২ পিএম

গণস্বাস্থ্য নগর হাসপাতালে শিশু ধর্ষণ, ক্যান্টিন বয় গ্রেফতার

গণস্বাস্থ্য নগর হাসপাতালে শিশু ধর্ষণ,  ক্যান্টিন বয় গ্রেফতার

রাজধানীর ধানমণ্ডিতে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রায়হান নামে ক্যান্টিন বয়কে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৪ জুলাই) বিকালে গণস্বাস্থ্য নগর হাসপাতালের ক্যান্টিনে এ ঘটনা ঘটে। রাতে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। ঘটনার পর রাতেই ধর্ষণের অভিযোগ তুলে ধানমণ্ডি থানায় মামলা দায়ের করেছেন মা জাকিয়া বেগম। মামলার পর অভিযুক্ত মো. রায়হানকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। 

ধানমণ্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, শিশুটির মা ওই হাসপাতালে চাকরি করেন। ডিউটির সময় মেয়েটিকে সঙ্গে করে নিয়ে যান। বিকালে হাসপাতালটির ক্যান্টিন বয় রায়হান শিশুটিকে চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে ক্যান্টিনের বাথরুমে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি চিৎকার দিলে আশে পাশে থাকা লোকজন বাথরুম থেকে উদ্ধার করে। ধর্ষণের অভিযোগে তাকে থানা পুলিশে সোপর্দ করে। 

ওই রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (মামলা নং ২) দায়েরের পর রায়হানকে গ্রেফতার দেখানো হয়েছে। আজ শুক্রবার (৫ জুলাই) সকালে আদালতে পাঠিয়ে তার রিমান্ড চাওয়ার কথা। অন্যদিকে ওই শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসা চলছে। 

এইচ এম/টিএফ