• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুলাই ৯, ২০১৯, ০৯:২২ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ৯, ২০১৯, ০৯:২২ পিএম

মুন্সীগঞ্জে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

মুন্সীগঞ্জে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মো. জুম্মন - ছবি : জাগরণ

মুন্সীগঞ্জ সদরে শিশু ধর্ষণ মামলায় মো. জুম্মন (৩৪) নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক।

মঙ্গলবার (৯ জুলাই) বিকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো. জাকির হোসেন এই রায় দেন।

জুম্মন মুন্সীগঞ্জ সদর উপজেলার কুটিপাড়ার উত্তর মুরমা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট লাবলু মোল্লা জানান, ৮ জন সাক্ষী এই ঘটনায় সাক্ষ্য প্রদান করেন। অভিযুক্ত জুম্মনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জুম্মন পুলিশ হেফাজতে আছেন।

জানা যায়, ২০১৮ সালের জানুয়ারি মাসে মুন্সীগঞ্জ সদর থানায় শিশু ধর্ষণের মামলাটি দায়ের করা হয়েছিল।

এনআই

আরও পড়ুন