• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৫, ২০১৯, ০১:৫৩ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৫, ২০১৯, ০২:০৪ পিএম

কাকরাইলে জাপা কার্যালয়ে এরশাদের মরদেহ

কাকরাইলে জাপা কার্যালয়ে এরশাদের মরদেহ
জাতীয় পার্টি কার্যালয়ে এরশাদের মরদেহ; ছবি- কাশেম হারুন

কাকরাইলে জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হলেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

সোমবার দুপুরে জাতীয় সংসদ ভবনের দ্বিতীয় জানাজা শেষে জাতীয় পার্টির কাকরাইল অফিসে তার মরদেহ নিয়ে আসা হয়। পরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতীয় পার্টির বিভিন্ন স্তরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 

এ সময় জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য আবু হোসেন বাবলা, ফয়সাল ফয়সাল চিশতীসহ দলের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

আজ বাদ আসর বায়তুল মোকাররমে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। রাতে সিএমএইচের হিমঘরে মরদেহ রাখা হবে। আগামীকাল মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১০টায় হেলিকপ্টারে করে মরদেহ রংপুরে নেওয়া হবে। রংপুর ঈদগাহ মাঠে বাদ জোহর তার চতুর্থ জানাজা হবে।

দাফন নিয়ে আগামীকাল সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। প্রসঙ্গত, রবিবার সকাল ৭টা ৪৫ মিনিটে সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এরশাদ। তার বয়স হয়েছিল ৮৯ বছর। 

এএইচএস/আরআই

আরও পড়ুন