• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৫, ২০১৯, ০৩:০৬ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৫, ২০১৯, ০৩:০৭ পিএম

খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাসকে আত্মসমর্পণের নির্দেশ

খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাসকে আত্মসমর্পণের নির্দেশ
শামসুর রহমান শিমুল বিশ্বাস-ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পুলিশের কাজে বাধা দেয়ার এক মামলায় এই আদেশ দিয়েছে আদালত। তাকে দুই সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে।    

সোমবার (১৫ জুলাই) বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। মামলায় তার জামিন চেয়ে করা আবেদনের শুনানি নিয়ে এই আদেশ দেয় হাইকোর্ট।    

আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও আইনজীবী মাসুদ রানা। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সরওয়ার কাজল।

আইনজীবী মাসুদ রানা বলেন, ‘২০১৭ সালের ১৬ নভেম্বর বিএনপি চেয়ারপারসন আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় মিছিল করে পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে শাহবাগ থানায় এ মামলা করা হয়। এজাহারে শিমুল বিশ্বাসের নাম ছিল না। ২০১৮ সালের ২০ নভেম্বর চার্জশিটে তার নাম আসে। এ মামলায় জামিন চেয়ে তিনি হাইকোর্টে আবেদন করেন। আদালত তাকে দুই সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন।’

এমএ/এসএমএম 

আরও পড়ুন