• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুলাই ১৮, ২০১৯, ০৯:৪৬ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৮, ২০১৯, ০৯:৪৬ পিএম

ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে সিঙ্গাপুরে নেয়া হয়েছে 

ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে সিঙ্গাপুরে নেয়া হয়েছে 
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ইউনাইডেট হাসপাতাল থেকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে সিঙ্গাপুর এয়ারওয়েজের একটি ফ্লাইটে তাকে সিঙ্গাপুর নেয়া হয়েছে। 

সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে তার মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হবে। নিউরো সার্জন অধ্যাপক অং হি কিটের অধীনে মেরুদন্ডে অস্ত্রোপচার সম্পন্ন হবে। 

ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সঙ্গে তার সহধর্মিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. শাহিদা রফিক ও তার দুই ছেলে মাশরুর রফিক মিয়া ও শাহপুর রফিক মিয়া সিঙ্গাপুর গেছেন। 

ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী মো. মোকছেদুর রহমান আবির।
 
টিএস/বিএস