• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২৭, ২০১৯, ০৭:২৩ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৭, ২০১৯, ০৭:২৩ পিএম

ঘরে-বাইরে ভয় দূর করতে হবে : বি. চৌধুরী

ঘরে-বাইরে ভয় দূর করতে হবে : বি. চৌধুরী
অধ্যাপক ডা.এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী

যুক্তফ্রন্ট চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা.এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন,  ঘরে-বাইরে, গাড়িতে সব জায়গার ভয় দূর করে দেশে শান্তি-সুখের রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে।

শনিবার  (২৭ জুলাই) বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সেমিনার হলে বাংলাদেশ পিপলস্ পার্টি বিপিপি’র প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।

বি.চৌধুরী বলেন, ঘরে-বাইরে, গাড়িতে সব জায়গাতে ভয়  দূর করতে হবে। আমরা শান্তির রাজনীতি চাই।আমাদের দেশকে শান্তি-সুখের বাংলাদেশে পরিণত করতে হবে। ইতিমধ্যে আমাদের উন্নয়ন এবং অর্থনৈতিক অগ্রগতি বিশ্বকে চমৎকৃত করেছে। তিনি আশা প্রকাশ করে বলেন, আমাদের উদার গণতন্ত্র এবং সহনশীলতার রাজনীতির স্বপক্ষে এমনিভাবে এগিয়ে যেতে পারলে পৃথিবীতে তাও একটি দৃষ্টান্ত হবে।

বি.চৌধুরী বলেন, পদ্মাসেতু বন্ধ করার জন্য ষড়যন্ত্রকারীরা গুজব ছড়াচ্ছে যে, পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে।এই গুজবটি রাজনৈতিক উদ্দেশে ছড়ানো হচ্ছে। তিনি বলেন, সামাজিক অস্থিরতা ও অপরাধ বেড়ে যাওয়ার পিছনেও রাজনৈতিক উদ্দেশ্য আছে। তিনি বলেন, যেসব রাজনৈতিক দল এই পরিকল্পনার সঙ্গে জড়িত তাদের দেশপ্রেম নেই।  

বি.চৌধুরী কারো নাম উল্লেখ না করে বলেন, কেউ কেউ বিদেশে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষ সৃষ্টি করছে, কিন্তু তাদের বক্তব্যের ভিত্তি অসত্য। সম্প্রতি সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তার স্ত্রী আমোরিকায় গিয়ে যে বক্তব্য রেখেছেন তা কোনোক্রমেই শোভনীয় বা গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, বাংলাদেশ থেকে হিন্দু , মুসলিমসহ একটি বিরাট জনগোষ্ঠী অনাবাসিক অথবা নাগরিক হিসেবে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, জার্মানী, ইতালী, স্পেন ইত্যাদি দেশে বসবাস করছে। এদের একটি সঠিক পরিসংখ্যান নেয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

বিপিপির সভাপতি বাবুল সরদার চাখারীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, বাংলাদেশ গণ সংস্কৃতি দলের সভাপতি সরদার শামস আল মামুন (চাষী মামুন), বিকল্পধারার সহ সভাপতি এনায়েত কবীর প্রমুখ।
 
জেড এইচ/বিএস