• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৩১, ২০১৯, ০২:০৫ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ৩১, ২০১৯, ০৫:০০ পিএম

গুজব ছড়ানোর বিষয়ে ফেসবুকের দায়বদ্ধতা আছে : তথ্যমন্ত্রী 

গুজব ছড়ানোর বিষয়ে ফেসবুকের দায়বদ্ধতা আছে : তথ্যমন্ত্রী 
সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ -ছবি : জাগরণ

গুজব ছড়িয়ে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, গুজবের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেরও দায়বদ্ধতা আছে।

বুধবার (৩১ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গুজব বিষয়ে আয়োজিত কমিটির বৈঠক শুরুর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, সবিচব আবদুল মালেকসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, একটি স্বার্থান্বেষী মহল বিদেশে বসে থেকে ভূয়া আইডি খুলে পরিচয় গোপন করে বাংলাদেশ বিরোধী নানা ধরনের পোস্ট দেয়। এক্ষেত্রে তাদের শনাক্ত করা কঠিন। এসব গুজব বন্ধে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাইডারদেরও সম্পৃক্ততা দরকার। তারা এসবের বিরুদ্ধে প্রতিবাদী হলে স্বার্থান্বেষী মহলটি চাপে পড়বে।

ড. হাছান মাহমুদ জানান, বৃহস্পতিবার (১ আগস্ট) তথ্য মন্ত্রণালয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় পরবর্তী করণীয় ঠিক করা হবে।

এমএএম/একেএস/এসএমএম

আরও পড়ুন